দারুণ লড়াই করে বার্সেলোনাকে হারিয়ে দিয়েফে গেতাফে। লা লিগার ম্যাচে পুঁচকে দলটির বিপক্ষে ১-০ হেরেছে বার্সেলোনা।
গেতাফের মাঠে শনিবারের এই পরাজয় আবার নতুন কোচ রোনাল্ড কোম্যানের প্রথম হার।
এদিন ২০তম মিনিটে এগিয়ে যেতে পারতো বার্সা। তবে লিওনেল মেসির ঝড়ো শট পোস্টে বাধা লেগে ফেরে। এরপর ক্লিমেন্ট লংলে ও আঁতোয়া গ্রিজম্যানরাও দলকে লিড এনে দিতে পারেননি।
বিরতির পর ৫৬তম মিনিটে পেনাল্টি গোলে এগিয়ে যায় গেতাফে। হাইমে মাতার সফল স্পট কিকে গোল হজম করে বার্সা। এর আগে ফ্রেঙ্কি ডি ইয়ং ডিজেনে ডাকোনামকে ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা।
এরপর বার্সা আক্রমণের ধার বাড়ালেও আর ম্যাচে ফেরা হয়নি। শেষ পর্যন্ত মৌসুমের প্রথম হার নিয়েই মাঠ ছাড়ে কাতালান জায়ান্টরা।
লিগে রিয়াল মাদ্রিদ, গেতাফে, কাদিস ও গ্রানাদার পয়েন্ট ১০ করে। ৯ পয়েন্ট রিয়াল বেতিসের। ৮ পয়েন্ট করে আতলেতিকো, রিয়াল সোসিয়েদাদ ও ভিয়ারিয়ালের। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে বার্সা।
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
এমএমএস