করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের এদের মিলিতাও। মঙ্গলবার (০৩ নভেম্বর) ক্লাবটির চ্যাম্পিয়নস লিগ ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে নামার আগে পরীক্ষায় কোভিড-১৯ এ পজিটিভ হন এই ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক।
উয়েফার নিয়মঅনুযায়ী চ্যাম্পিয়নস লিগ ম্যাচের অন্তত ৬ ঘণ্টা আগে করোনামুক্ত থাকতে হবে খেলতে যাওয়া প্রতিটি ফুটবলারকে। অন্যথায় গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে জিনেদিন জিদান শিষ্যদের সঙ্গে থাকতে পারবেন না মিলিতাও।
মিলিতাও যদি মঙ্গলবার ম্যাচের বেধে দেওয়ার সময়ের আগে নিজেকে নেগেটিভ প্রমাণ না করতে পারেন, তবে তিনি সতীর্থ দানি কারবাহাল, আলভারো ওদ্রিওসোলা ও নাচো ফার্নান্দেসদের সঙ্গে এক কাতারে থাকবেন। এই তিনজন ইন্টারের বিপক্ষে ম্যাচে নেই।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
এমএমএস