ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

দ্রুত সুস্থ হয়ে উঠছেন ম্যারাডোনা 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
দ্রুত সুস্থ হয়ে উঠছেন ম্যারাডোনা  দিয়েগো ম্যারাডোনা

দ্রুত সুস্থ হয়ে উঠছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। এমনটাই জানিয়েছেন হাসপাতালে তার চিকিৎসারত চিকিৎসক।

 

সোমবার (০২ নভেম্বর) নিজ দেশে শারীরিক অবস্থা খারাপ হলে ছিয়াশির মহানায়ককে হাসপাতালে নেওয়া হয়।  

অনেকেই ধারণা করছেন, ম্যারাডোনা করোনা ভাইরাসে আক্রান্ত। তবে এ ব্যাপারে তার চিকিৎসক আশ্বস্ত করে জানিয়েছেন, এমন কোনো সংক্রমণ তার শরীরে নেই।  

৬০ বছর বয়সী তারকার এখনও বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হচ্ছে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। রক্তস্বল্পতা এবং পানিশূন্য হয়ে পড়েছিল ম্যারাডোনার শরীর।  

তার চিকিৎসক লিওপোল্ডো লুকি জানান, ম্যারাডোনার শারীরিক স্বাস্থ্য খারাপ হয়েছিল কারণ তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন না।  

তিনি আরও বলেন, ‘আমি আশা করি, তিনি আগামীকাল পযর্ন্ত হাসপাতালে থাকবেন। উনাকে দীর্ঘদিনের চিকিৎসা নিতে হতে পারে।

১৯৮৬ বিশ্বকাপজয়ী ম্যারাডোনা আর্জেন্টিনার শহর লা প্লাতার একটি হাসপাতালে ভর্তি আছেন। যেই শহরে তিনি স্থানীয় প্রিমেরা ডিভিশনের ক্লাব জিমনাসিয়া দে লা প্লাতার কোচ হিসেবে কাজ করছেন।

অসুস্থ হওয়ার তিন দিন আগে ৩০ অক্টোবর নিজের ৬০তম জন্মদিন উদযাপন করেন ম্যারাডোনা।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।