ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আমরা সুযোগ তৈরি করতে পারিনি: ওয়াটকিস

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
আমরা সুযোগ তৈরি করতে পারিনি: ওয়াটকিস ছবি: বাংলানিউজ

নেপালের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। গোলশূন্য ড্র করেছে জামাল ভূঁইয়ার দল।

প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে ভালো খেলতে পারেনি বাংলাদেশ। গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা। এই ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করা সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসও সেটাই মনে করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ম্যাচ শেষে সাংবাদিকদের এ কথা জানান ওয়াটকিস।  

তিনি মনে করেন, ম্যাচটা তাদের জন্য সহজ ছিল না। গোলের কিছু সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেনি দল। করোনা আক্রান্ত হওয়ায় এই ম্যাচে ডাগআউটে ছিলেন না হেড কোচ জেমি ডে।   

ওয়াটকিস বলেন, ভালো একটা দলের বিপক্ষে কঠিন ম্যাচ ছিল। নেপাল খুব ভালো খেলেছে। তবে আমরাও অনেকটা সময় ভালো খেলেছি। পাসিং ভালো ছিল। কিছু ভালো মুহূর্ত ছিল আমাদেরও। তবে যতটা দরকার ছিল, ততটা সুযোগ তৈরি করতে পারিনি। একটা জমজমাট ম্যাচ ছিল। ড্র যথার্থ ফল।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
আরএআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।