ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফেনীতে বাফুফের আয়োজনে দুই মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
ফেনীতে বাফুফের আয়োজনে দুই মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

ফেনী: ফেনীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে দুই মাসব্যাপী ক্ষুদে ফুটবলার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়াম মাঠে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় সংগঠনটির সভাপতি মামুনুর রশিদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।

ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন জেলা ফুটবল কোর্স দীপক চন্দ্র নাথ ও সহকারী প্রশিক্ষক হিসেবে থাকবেন এস এম সাগর চৌধুরী।

আয়োজকরা জানান, ৬টি গ্রুপে ২শ ৬০ জন ফুটবলার প্রশিক্ষণে অংশ নিয়েছে। ৮ থেকে ১৮ বছর বয়সী ছেলেদের ৪টি গ্রুপ ও ৮ থেকে ১৫ বছর মেয়েদের দুটি গ্রুপ অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এসএইচডি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।