ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

বার্সেলোনার একাডেমিতে আমন্ত্রণ পেল বাংলাদেশের ‘ক্ষুদে মেসি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
বার্সেলোনার একাডেমিতে আমন্ত্রণ পেল বাংলাদেশের ‘ক্ষুদে মেসি’ রাইয়ানের মাঝে অনেকে মেসির ছায়া খুঁজে পান/ছবি: সংগৃহীত

ভারতে অবস্থিত বার্সেলোনার একাডেমিতে ট্রায়ালের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের 'ক্ষুদে মেসি' খ্যাত রাইয়ান আবদুল্লা।  

এর আগে মালয়েশিয়ায় ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির টেলেন্ট হান্টে আমন্ত্রণ পেয়েছিল রাইয়ান।

প্রশংসা পেয়েছিল ইউরোপের বড় ক্লাবগুলোর।

বার্সেলোনা তারকা লিওনেল মেসির ছোটবেলার সঙ্গে রাইয়ানের মিল খুঁজে পান অনেকেই। বাঁ পায়ে বল নিয়ন্ত্রণ বা প্রতিপক্ষের ফুটবলারদের নাস্তানাবুদ করতে জুড়ি নেই তার। এজন্যই তাকে বিশ্বসেরা আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাইয়ানের ফুটবল নিয়ে বিভিন্ন কারিকুরির ভিডিও দেখে যোগাযোগ করেন ভারতে বার্সেলোনার কান্ট্রি ম্যানেজার আইতোর ওলমো। ভারতে অবস্থিত বার্সেলোনা একাডেমিতে যোগ দিতে রাইয়ানকে ট্রায়াল দেয়ার আমন্ত্রণ জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।