ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ফুটবল

অ্যাতলেটিকো মাদ্রিদকে বিদায় জানালেন কস্তা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
অ্যাতলেটিকো মাদ্রিদকে বিদায় জানালেন কস্তা দিয়েগো কস্তা

দিয়েগো কস্তার সঙ্গে চুক্তি বাতিল করার বিষয়ে রাজি হয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এমনটাই নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।

 

গত রোববার অ্যাতলেটিকোকে চুক্তি সমাপ্ত করতে অনুরোধ জানান এই স্প্যানিশ স্ট্রাইকার। চলতি বছরটা খুব একটা ভাল কাটেনি কস্তার। হার্নিয়া ইনজুরিতে পড়ে কযেক মাস তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে।  

তার মধ্যে কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে সম্প্রতি রক্তনালীতে রক্ত জমাট বেঁধে গিয়েছিল তার। এরপর পারিবারিক কারণে কস্তা ৬ মাস আগে চুক্তি সমাপ্ত করতে অ্যাতলেটিকোকে অনুরোধ জানান। যার প্রেক্ষিতে লা লিগার চলতি মৌসুমে শীর্ষে থাকা ক্লাবটি তার এই অনুরোধ গ্রহণ করেছে।  

অ্যাতলেটিকোর জার্সিতে কস্তাকে শেষবার দেখা যায় রিয়াল সোসিয়াদের বিপক্ষে। বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এর আগে এলচের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছিলেন ৩২ বছর বয়সী স্ট্রাইকার। যা রোহি ব্লাঙ্কোসদের জার্সিতে তার শেষ গোল হয়ে থাকল।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad