ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

সপ্তাহের ব্যবধানে প্রিমিয়ার লিগে দেড় হাজার করোনা শনাক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
সপ্তাহের ব্যবধানে প্রিমিয়ার লিগে দেড় হাজার করোনা শনাক্ত

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ইংল্যান্ড। যদিও এর মধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা চলছে।

তবে ক্রমেই খেলোয়াড় ও স্টাফদের মাঝে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

শুধু মঙ্গলবারই বিশ্বের সেরা এই ফুটবল লিগে ১৮জনের শরীরে করোনা সংক্রামণের খবর প্রকাশ পায়। যেখানে ২১ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে আক্রান্ত ১৪৭৯জন। এক সপ্তাহে যা সর্বাধিক।

লিগের নতুন মৌসুম শুরু হওয়ার পর থেকেই প্রিমিয়ার লিগে করোনার প্রকোপ বেড়ে গিয়েছে। টুর্নামেন্টের শীর্ষবাছাই দলগুলোর অনেক ফুটবলার আক্রান্ত, তবে বেশিরভাগেরই নাম জানানো হয়নি। কিন্তু ইতোমধ্যে তারে সেলফ আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে।

গত সোমবার ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গ্যাব্রিয়াল জেসুস এবং ডিফেন্ডার কাইল ওয়াকার আক্রান্ত হলে জানানো হয় সিটির পক্ষ থেকে। এমনকি এভারটনের বিপক্ষে তাদের ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়।

আগামী রোববার চেলসির বিপক্ষে সিটির খেলা ঘিরেও তৈরি হয়েছে আশঙ্কা। চেলসির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড জানান, দুই দলের কাছেই এই অবস্থায় ম্যাচ বেশ আশঙ্কার। সেই ক্ষেত্রে খেলা বন্ধ রাখাই উচিত।

এদিকে আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়ালও করোনা আক্রান্ত হয়েছেন। পরের ২ ম্যাচে তাকে পাওয়া যাবে না।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।