ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

যে দুই ক্লাবে যাবেন না মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
যে দুই ক্লাবে যাবেন না মেসি লিওনেল মেসি/ছবি: সংগৃহীত

মেসির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তবে চলতি মৌসুম শেষে আর্জেন্টাইন ফরোয়ার্ড যে ক্যাম্প ন্যু ছাড়বেন তা একপ্রকার নিশ্চিত বলা যায়।

ইঙ্গিতটা তিনি আগেই দিয়ে রেখেছেন। সেক্ষেত্রে কোন ক্লাব হতে পারে তার পরবর্তী ঠিকানা? এর উত্তর এখনও অজানা। তবে কোন দুই ক্লাবে কখনোই যাবেন না, তা জানিয়ে দিয়েছেন বার্সা অধিনায়ক।

বার্সার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হতে আর বাকি মাত্র ৬ মাস। ২০২১ সালের ১ জানুয়ারি থেকেই এর ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। তবে এই জানুয়ারিতেই নতুন কোনো ক্লাবের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করতে পারবেন তিনি।  

সম্প্রতি স্প্যানিশ টেলিভিশন চ্যানেল 'লা সেক্সতা'য় এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনাসহ বেশকিছু ইস্যুতে কথা বলেছেন মেসি। সেই সাক্ষাৎকারেই তিনি কোন দুই ক্লাবে যাবেন না তা খোলাসা করেছেন। আর এই দুই ক্লাব হলো- রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ।  

মেসি বলেন, 'আমি রিয়াল মাদ্রিদ কিংবা অ্যাতলেটিকো মাদ্রিদে যাব না। এটা একেবারেই অসম্ভব। আমি জানি না আমি বার্সা ছাড়ব কি না, আমি এটা নিয়ে মৌসুমের শেষে কথা বলব। তবে আমি বার্সাতেই অবসর নিতে চাই। '

একই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন মেসি। তিনি বলেন, 'আগেও বলেছি আমি যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার অভিজ্ঞতা নিতে, সেখানকার লিগে খেলতে চাই। কিন্তু এটা বাস্তবে সম্ভব হবে কি না আমি জানি না। '

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।