ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

মুজিববর্ষ বিজয় দিবস ফুটবলে ঝিনাইদহকে হারিয়ে ফাইনালে মাগুরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
মুজিববর্ষ বিজয় দিবস ফুটবলে ঝিনাইদহকে হারিয়ে ফাইনালে মাগুরা

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে অনুষ্ঠিত মুজিববর্ষ বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ঝিনাইদহকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মহম্মদপুর উপজেলা ফুটবল একাদশ।

আজ বুধবার (৫ জানুয়ারি) বিকেলে আছাদুজ্জামান স্পোর্টস একাডেমির আয়োজনে মহম্মদপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথধমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে মহম্মদপুরের পক্ষে দুটি গোল করেন নাইম ও ফরহাদ। ঝিনাইদহের পক্ষে একমাত্র গোলটি করেন শাকিল।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামানন্দ পাল মহম্মদপুর ফুটবল দলের নাইমের হাতে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।