ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

৩৯ বছর বয়সেও এমন ওয়ার্ম-আপ ইব্রার!, ভিডিও ভাইরাল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
৩৯ বছর বয়সেও এমন ওয়ার্ম-আপ ইব্রার!, ভিডিও ভাইরাল ওয়ার্ম-আপ করছেন ইব্রা

বয়স ৩৯ বছর চলছে জ্লাতান ইব্রাহিমোভিচের। কিন্তু মাঠের পারফর্ম্যান্স দেখে কে বলবে ‘বুড়ো’ হয়ে গেছেন সুইডিশ স্ট্রাইকার!

চলতি মৌসুমে এসি মিলানের জার্সিতে দুর্দান্ত ফর্মে আছেন ইব্রা।

বয়সে তার চেয়ে ১৫-২০ বছর জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে পাল্লা দিয়ে খেলছেন তিনি। মাঠে হোক বা মাঠের বাইরে; সব সময় খবরের শিরোনাম হতে ভালবাসেন ইব্রা। এবারও এমন এক ভিডিও ভাইরাল হয়েছে তার।  

শনিবার সিরি’আ লিগে তোরিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে চোট কাটিয়ে ফের মাঠে ফিরেছেন সুইডিশ তারকা। রাফায়েল লিও’র পরিবর্তে ৮৫তম মিনিটে মাঠে নামেন তিনি। ম্যাচটিতে ২-০ গোলে জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে রোজোনেরিরাও। তবে সেই ম্যাচে মাঠে নামার অঅগে অদ্ভূত এক কান্ড করেছেন ‘জ্লাতানেরা’।  

ভাইরাল হওয়া এক ভিডিও’তে দেখা যায়, কোচদের একজনের মাথার ওপর বাঁ পা ঘুরিয়ে ওয়ার্ম-আপ করছেন ইব্রা। তাও আবার তায়কোয়ান্ডো স্টাইলে পা ঘুরিয়েছেন চারবার। যে কাজ অন্যদের করতে হিমশিম খাওয়ার কথা, সেখানে এমন সব কান্ড যেন ইব্রার জন্য ডালভাত। তায়কোয়ান্ডোতে ব্ল্যাকবেল্ট তারকাকে মাঠেও তায়কোয়ান্ডো স্টাইলে গোল করতে দেখা যায় হরহামেশা।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।