ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

অতিরিক্ত সময়ের গোলে জিতে শেষ আটে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
অতিরিক্ত সময়ের গোলে জিতে শেষ আটে জুভেন্টাস

কোপা ইতালিয়ায় জেনোয়াকে ৩-২ গোলের রোমাঞ্চকর ম্যাচে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছেন জুভেন্টাস। ২-২ গোলে সমতা থাকার পর অতিরিক্ত সময়ে জুভদের গোলে হার মানে প্রতিপক্ষ।

বুধবার রাতে শেষ ষোলোর লড়াইয়ে দেয়ান কুলুসেভস্কি ইতালিয়ান চ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আলভারো মোরাতা। অতিরিক্ত সময়ে ব্যবধান গড়ে দেন হামজা রাফিয়া। জেনোয়ার গোল দুটি করেন লেনার্ট সাইবোরা ও ফিলিপ্পো মেলেগোনি।

এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। জর্জো কিয়েল্লিনির ডিফেন্স চেরা পাস ধরে লেগে থাকা দুই ডিফেন্ডারকে এড়িয়ে জাল খুঁজে নেন দেয়ান কুলুসেভস্কি। পরে ২৩তম মিনিটে সুইডিশ মিডফিল্ডারের পাস পেয়ে কিছুটা এগিয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান মোরাতা।

কিন্তু ২৮তম মিনিটে সাইবোরার গোলে ব্যবধান কমায় জেনোয়া। আর ৭৪তম মিনিটে দূর পাল্লার শটে জানলুইজি বুফ্ফনকে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেন মেলেগোনি।  

নির্ধারিত সময়ের পর সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এর আগে ৮৮তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরে জুভরা ১০৫তম মিনিটে এগিয়ে যায়। মোরাতার কাছ থেকে বল পেয়ে প্রথম চেষ্টায় শট নিতে পারেননি রাফিয়া। জেনোয়ার কেউও পারেন বিপদমুক্ত করতে। দ্বিতীয় চেষ্টায় বুলেট গতির শটে জাল খুজে নেন তিউনিসিয়ার মিডফিল্ডার রাফিয়া।

আসরে শেষ ষোলোর অন্য খেলায় জিতে ইন্টার মিলান ও নাপোলি কোয়ার্টার ফাইনালে উঠেছে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।