ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ব্রাদার্সকে হারিয়ে শেখ রাসেলের শুভসূচনা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
ব্রাদার্সকে হারিয়ে শেখ রাসেলের শুভসূচনা ছবি: শোয়েব মিথুন

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করল শেখ রাসেল ক্রীড়াচক্র।  

শুক্রবার (১৫ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে শেখ রাসেল।

এর ফল আসে প্রথমার্ধের শুরুতেই। ১৩তম মিনিটে ব্রাদার্স গোলরক্ষক মহিউদ্দিন পোস্ট ছেড়ে এসে বল গ্লাভসে নিলে ফ্রি কিক পায় শেখ রাসেল। পরে সেখান থেকে ফ্রি কিকে গোলটি করেন মোহাম্মদ আব্দুল্লাহ।

তিন মিনিটের ব্যবধানে পরের গোলটি করেন জিয়ানকার্লো লোপেস। বখতিয়ার দুইশবেকভের লং বল বক্স ছেড়ে বেরিয়ে এসে বিপদমুক্ত করতে গিয়ে পারেননি গোলরক্ষক। হেডে জাল খুঁজে নেন লোপেস।  

৩৪তম মিনিট পর সিও জুনাপিওর সফল স্পট কিকে ঘুরে দাঁড়ায় ব্রাদার্স। ডি-বক্সে দিদারুলের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন।

তবে দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ নষ্ট করায় হার সঙ্গী করে মাঠ ছাড়ে ব্রাদার্স।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।