ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

ফুটবল

মুক্তিযোদ্ধাকে হারাল সাইফ 

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
মুক্তিযোদ্ধাকে হারাল সাইফ  ছবি: শোয়েব মিথুন

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে হারের ক্ষত ভুলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে দারুণ জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে পল পুটের শিষ্যরা।

 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৫তম মিনিটে কোলেদোরভের গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। কিন্তু সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।  

৩৫তম মিনিটে সাইফকে সমতায় ফেরান এমানুয়েল। ৭৯তম মিনিটে দলের জয়সূচক গোলটি করেন সিরোজহিদ্দিন।  

ছবি: শোয়েব মিথুন

এই জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় পাঁচে ওঠে এসেছে সাইফ। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৭। এক ম্যাচ কম খেলে ৩ পয়েন্ট নিয়ে আটে মুক্তিযোদ্ধা। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।  

দিনের অন্য দুই ম্যাচে মোহামেডানের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেছে আবাহনী। চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেল।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।