ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনায় আক্রান্ত নেইমারের দুই সতীর্থ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
করোনায় আক্রান্ত নেইমারের দুই সতীর্থ নেইমারের সঙ্গে ভেরাত্তি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) দুই তারকা মার্কো ভেরাত্তি এবং আব্দু দিয়ালো।  

শুক্রবার (২৯ জানুয়ারি) খবরটি নিশ্চিত করেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

ফিরতি পিসিআর টেস্টে পজিটিভ রিপোর্ট আসার পর স্বেচ্ছা-আইসোলেশনে আছেন নেইমারের এই দুই সতীর্থ।  

পার্ক দে প্রিন্সেসের নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর অধীনে টানা ষষ্ঠ ম্যাচে অপরাজিত থাকার লক্ষ্য নিয়ে রোববার (৩১ জানুয়ারি) লিগে লরিয়েন্তের মুখোমুখি হবে পিএসজি। করোনায় আক্রান্ত হওয়ায় ম্যাচটিতে থাকছেন না ভেরাত্তি-দিয়ালো।  

এরপর চির প্রতিদ্বন্দ্বী মার্শেইয়ের মাঠ অরেঞ্জ ভেলোদ্রোমে যাওয়ার আগে  শনিবার (০৩ ফেব্রুয়ারি) নিঁমসকে আতিথেয়তা দেবে পিএসজি।  

চলতি মৌসুমের ফ্রেঞ্চ লিগ ওয়ানে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে পিএসজি। চ্যাম্পিয়নদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ও এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিঁও। তবে নিঁমসকে হারাতে পারলে ২ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করবে ৯ বারের লিগ চ্যাম্পিয়নরা।  

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।