ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

২০০৫ সালের পর দেশের বাইরে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
২০০৫ সালের পর দেশের বাইরে ফাইনালে বাংলাদেশ নেপালের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ

নেপালের বিপক্ষে ম্যাচের আগে সুখবর পেলো বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে তিন জাতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি খেলার আগে ফাইনাল নিশ্চিত হয়ে গেলো জেমি ডে’র শিষ্যদের।

 

টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে কিরগিজস্থান অলিম্পিক দলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে নেপাল। যার কারণে এক ম্যাচ হাতে রেখে তিন পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠে গেলো বাংলাদেশ। আসরের উদ্বোধনী ম্যাচে লাল-সবুজরা কিরগিজস্থানের এই অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়েছিল ১-০ ব্যবধানে।  

এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশের জন্য পরের লড়াইটি তাই নিয়মরক্ষার। অন্যদিকে ফাইনালে ওঠার কঠিন সমীকরণের সামনে সমান এক পয়েন্ট পাওয়া নেপাল-কিরগিজস্থান।  

শনিবার (২৭ মার্চ) বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ২-০ গোলে হারালে ফাইনালে ওঠে যাবে কিরগিজস্থান। আর ম্যাচটি ড্র হলে এক পয়েন্ট নিয়ে ২৯ মার্চের ফাইনালে জেমি ডে’র দলের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে নেপাল।  

বিদেশের মাটিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল শেষবার ফাইনাল নিশ্চিত করেছিল ২০০৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপে। ১৫ বছর পর এবারই প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে উঠলো লাল-সবুজরা। এছাড়া বাংলাদেশ কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে সর্বশেষ ফাইনালে খেলেছে ২০১৫ সালে, ঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপে।  

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।