ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আবারও পাকিস্তানের সদস্যপদ স্থগিত করল ফিফা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২১
আবারও পাকিস্তানের সদস্যপদ স্থগিত করল ফিফা

ফের পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণ দেখিয়ে বুধবার এক বিবৃতিতে সংস্থাটি এমনটাই জানিয়েছে।

এছাড়া আফ্রিকার দেশ চাদের ফুটবল অ্যাসোসিয়েশনের (এফটিএফএ) সদস্যপদও স্থগিত করা হয়েছে।

২০১৮ সালে পিএফএফ পরিচালনার জন্য আশফাক হুসেনের নেতৃত্বে একদল ফুটবল কর্মকর্তাকে নির্বাচিত করে সুপ্রিম কোর্ট, কিন্তু তা ফিফার স্বীকৃতি পায়নি। সম্প্রতি তারা হারুণ মালিকের নেতৃত্বাধীন ফিফা নরমালাইজেশন কমিটির কাছ থেকে ফেডারেশনটির নিয়ন্ত্রণ নেয়। এরপরই সদস্যপদ স্থগিতের ঘোষণা দিল ফিফা।

ফিফা দাবি করেছে, তৃতীয় পক্ষ যেভাবে জোর করে দায়িত্ব নিয়েছে তা আইনের মারাত্মক লঙ্ঘন আর একারণেই পাকিস্তান ফুটবল ফেডারেশনকে স্থগিত করা হলো।

এর আগে ২০১৭ সালে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ফিফায় পাকিস্তানের সদস্যপদ স্থগিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।