ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

গোলশূন্য বাংলাদেশ-ভারত প্রথমার্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জুন ৭, ২০২১
গোলশূন্য বাংলাদেশ-ভারত প্রথমার্ধ

বিশ্বকাপ ২০২২ ও এশিয়ান কাপ ২০২৩ বাছাইপর্বের ফিরতি লেগে ভারতের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। যেখানে প্রথমার্ধ শেষে গোলশূন্য অবস্থায় মাঠ ছেড়েছে দু’দল।

কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে শুরু হওয়া 'ই' গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়েছে। দোহার মাঠে এই ম্যাচের গুরুত্ব বাংলাদেশ আর ভারতের কাছে সমান। জিততে পারলে ২০২৩ সালের এশিয়ান কাপের মূলপর্বে সরাসরি খেলার পথটা প্রশস্ত হবে। প্রথম লেগে কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে দুই দল ১-১ ড্র করেছিল।

বাংলাদেশ সময় রাত ৮টায় দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামে জামাল ভূঁইয়ারা। বেশ কয়েকবার ভারতীয় রক্ষণে কাঁপন ধরায় বাংলাদেশ। ম্যাচের ৯ মিনিটে রহমত মিয়ার লম্বা থ্রো ফাঁকায় দাড়িয়েও টোকা দিতে ব্যর্থ হন তারিক কাজী। ম্যাচের ১৫ মিনিটে গোলরক্ষককে একাপেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি ভারতের মানবির সিং। ৩৩ মিনিটে মাসুক মিয়া জনিকে উঠিয়ে ইব্রাহিমকে মাঠে নামান জেমি ডে।

পরের মিনিটে কর্নার থেকে চিংলেনসানা সিংয়ের হেড একেবারে গোল লাইন থেকে সেভ করেন গোলকিপার রিয়াদুল হাসান রাফি। ম্যাচের ৩১ মিনিট পর্যন্ত বেশ দাপটের সঙ্গেই খেলেছে ভারত। ওই সময় পর্যন্ত ৭৫ ভাগ বল পজিশনে ভারত। মাত্র ২৫ ভাগ দখলে ছিল বাংলাদেশের ফুটবলারদের পায়ে। প্রথমার্ধের শেষ পাঁচ মিনিট বেশ কয়েকবার আক্রমণে ওঠে ভারতীয় ফরোয়ার্ডরা। তবে বাংলাদেশের কড়া ডিফেন্সের কারণে সুবিধা করতে পারেনি।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুন ০৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।