ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জোড়া আত্মঘাতী গোলে পর্তুগালের হার, টিকে রইল জার্মানি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, জুন ১৯, ২০২১
জোড়া আত্মঘাতী গোলে পর্তুগালের হার, টিকে রইল জার্মানি

শুরুতেই ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। তবে এরপরেই দাপট শুরু করে জার্মানি।

প্রথমার্ধের শেষ দিকে নিজেদের জাল রক্ষা করতে গিয়ে জোড়া আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সান্তোসের শিষ্যরা। আর দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরা জোয়াকিম লোর শিষ্যরা আরও দুই গোলের দেখা পায়। পর্তুগাল একটি গোল শোধ করলেও ম্যাচে আর ফিরতে পারেনি। দারুণ জয়ে শেষ ষোলোর আশা টিকিয়ে রাখল জার্মানি।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শনিবার‍ ‌এফ গ্রুপের ম্যাচে ঘরের মাঠ আলিয়াঞ্জ এরেনায় পর্তুগালকে আতিথেয়তা জানায় জার্মানি। যেখানে ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে আত্মঘাতী গোলেই হেরেছিল দলটি।

এদিন বল পজিশনে আধিপত্য ধরে রাখার পাশাপাশি জার্মানি ১২টি শট করে। যেখানে অন টার্গেটে শট ছিল ৭টি। অন্যদিকে পর্তুগাল ৭টি শটের দুটি রাখতে পারে জালের দিকে।

তবে জার্মানির আক্রমণের ধারার বিপরীতে ১৫তম মিনিটে গোল করে এগিয়ে যায় পর্তুগাল। স্বাগতিকদের কর্নার হেডে মুক্ত করে রোনালদো বল সামনে বাড়িয়ে দেন। সেখান থেকে বের্নার্দো সিলভা দারুণ একটি ক্রসে দিয়েগো জোটার দিকে বল বাড়ান। জোটা এগিয়ে গিয়ে ফাঁকায় থাকা রোনালদোর দিকে পাস দিলে গোল করতে কোনো ভুল করনেনি পর্তুগাল অধিনায়ক।

এই গোলের ফলে মেজর টুর্নামেন্টে (বিশ্বকাপ ও ইউরো মিলে) ইউরোপিয়ান খেলোয়াড়দের সর্বোচ্চ গোলের তালিকায় ১৯ গোল নিয়ে বসলেন শীর্ষে, জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার পাশে।

পিছিয়ে পড়ে অবশ্য দমেনি জার্মানি। তাদের একের পর এক আক্রমণে দিশেহারা পর্তুগাল দুই আত্মঘাতী গোলে পিছিয়ে বিরতিতে যায়। ৩৫তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রস পেয়ে ভলিতে মাঝ বরাবর কাই হাভার্টজকে বাড়ান গোসেন্স। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার রুবেন দিয়াস বিপদমুক্ত করতে গিয়ে জালে ঠেলে দেন বল।  

পরে ৩৯তম মিনিটে দ্বিতীয়বার আত্মঘাতী গোল হজম করে পর্তুগাল। গোলমুখে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই নেন জোরালো শট  রাফায়েল গেররেরো।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ানো জার্মানি ৫১তম মিনিটে দলীয় একটি পারফরম্যান্সে আরও ব্যবধান বাড়ায়। টমাস মুলারের সঙ্গে ওয়ান টু ওয়ানে এগিয়ে যাওয়া জোসুয়া কিমিখ বল বাড়ান রবিন গোসেন্সের দিকে। তিনি কাই হাভার্টজের দিকে ক্রস করলে সেখান থেকে ঠিক প্রথমার্ধের রোনালদোর মতোই দলকে গোল উপহার দেন এই চেলসি ফরোয়ার্ড। আর ৬০ তম মিনিটে ডান দিক থেকে জোসুয়া কিমিখের ক্রসে লাফিয়ে হেডে স্কোরলাইন ৪-১ করেন গোসেন্স।

৬৭তম মিনিটে অবশ্য পর্তুগাল একটি গোল শোধ করে। হাভার্টজের ফাউল থেকে হোয়াও মোউতিনহো ফ্রি কিক নিলে রোনালদো বল পেয়ে জোটার দিকে কাট করেন। আর লিভারপুল তারকা অনায়াসেই গোলটি করেন।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ানো জার্মানি ৫১তম মিনিটে দলীয় একটি পারফরম্যান্সে আরও ব্যবধান বাড়ায়। টমাস মুলারের সঙ্গে ওয়ান টু ওয়ানে এগিয়ে যাওয়া জোসুয়া কিমিখ বল বাড়ান রবিন গোসেন্সের দিকে। তিনি কাই হাভার্টজের দিকে ক্রস করলে সেখান থেকে ঠিক প্রথমার্ধের রোনালদোর মতোই দলকে গোল উপহার দেন এই চেলসি ফরোয়ার্ড। আর ৬০ তম মিনিটে ডান দিক থেকে জোসুয়া কিমিখের ক্রসে লাফিয়ে হেডে স্কোরলাইন ৪-১ করেন গোসেন্স।

৬৭তম মিনিটে অবশ্য পর্তুগাল একটি গোল শোধ করে। হাভার্টজের ফাউল থেকে হোয়াও মোউতিনহো ফ্রি কিক নিলে রোনালদো বল পেয়ে জোটার দিকে কাট করেন। আর লিভারপুল তারকা অনায়াসেই গোলটি করেন।

ম্যাচের বাকি অংশে দুদলের সামনেই আরও কয়েকটি সুযোগ আসে। তবে গোল না হওয়ায় ৪-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে জার্মানি।

দুই ম্যাচে এক জয় ও এক হারে দ্বিতীয়স্থানে উঠে এলো জার্মানি। একই পরিণতির পর্তুগাল তিনে রয়েছে। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপে শীর্ষে ফ্রান্স। আর সমান ম্যাচে এক পয়েন্ট পাওয়া হাঙ্গেরি তলানিতে রয়েছে।

আগামী বুধবার বুদাপেস্টে শিরোপাধারী পর্তুগালের মুখোমুখি হবে ফ্রান্স। একই সময়ে মিউনিখে জার্মানির বিপক্ষে খেলবে হাঙ্গেরি।

বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, জুন ১৯, ২০২১
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।