ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

মৌসুম শুরুর আগেই ইনজুরিতে আগুয়েরো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, আগস্ট ৯, ২০২১
মৌসুম শুরুর আগেই ইনজুরিতে আগুয়েরো

চলতি মৌসুমে বার্সেলোনার যেন সমস্যার জুড়ি নেই। দলের সেরা ফুটবলার লিওনেল মেসির বিদায়ের পর এবার সদ্য যোগ দেওয়া ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো পড়েছেন ইনজুরিতে।

মৌসুমের শুরুতেই এ ইনজুরি ক্লাবের জন্য মোটেও ভালো কোনো খবর নয়।

রোববার (০৮ আগস্ট) দলের সাথে অনুশীলন চলাকালীন চোটে পড়েন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড। এদিন বিকেলে বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, ডান পায়ের পেশিতে চোট পায় কোপা আমেরিকা জেতা এ তারকা। অবশ্য সেরে উঠতে কয়দিন লাগবে এ ব্যাপারে কিছু জানায়নি কাতালান ক্লাবটি।

তবে কাতালুনিয়া রেডিও জানায়, নভেম্বরের আগে হয়তো মাঠে ফেরা হবে না আগুয়েরোর। তাহলে প্রায় ১০ সপ্তাহের জন্য দল থেকে ছিটকে গেলেন সাবেক এ সিটি লিজেন্ড। যে কারণে এ ফরোয়ার্ড লা লিগার পাশাপাশি অংশগ্রহণ করতে পারবেন না কয়েকটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেও।

মূলত এ চোটের কারণেই সাবেক বার্সেলোনা তারকা লিওনেল মেসির বিদায়ী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি আগুয়েরো। এ কারণে হুয়ান গাম্পার ট্রফি থেকেও ছিটকে পড়েন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।