ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কিরগিজস্তানের কাছে বাংলাদেশের বড় পরাজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
কিরগিজস্তানের কাছে বাংলাদেশের বড় পরাজয়

ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে শক্তিশালী কিরগিজস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৪-১ গোলে হারে জেমি ডের শিষ্যরা।

এনিয়ে টানা দুই ম্যাচেই হারল বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেছিল তারা।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) কিরগিজস্তানের দোলন ওমরজাকোভ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল।

এদিন ম্যাচে দশম মিনিটেই কিরগিজস্তান এগিয়ে যায়। আলিমার্দন শুকুরভের ফ্রি-কিকে বল তপু বর্মনের মাথার ওপর দিয়ে গিয়ে পড়ে এলদার মোল্দোঝুনুসোভের পায়ে। এই ফরোয়ার্ডের বাঁ পায়ের ট্যাবে পরাস্ত জিকো।

পরে ৪০তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। পাল্টা আক্রমণে বাংলাদেশের ডি-বক্সে ঢুকে পড়েন কিরগিজ ডিফেন্ডার খায়রাত ইজাকভ। তার কাটব্যাকে অনেকটা ফাঁকাতেই বল পান শুকুরোভ। বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়িয়ে নেয় কিরগিজস্তান। ৪৬তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা গুলজিগিত আলিকলুভ আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে। রুস্তমোভ তুরসুনালি ডান পায়ের প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন।

অবশেষে ৫২তম মিনিটে ব্যবধান কমায় লাল-সবুজের দল। রহমত মিয়ার থ্রো ইনে কিরগিজস্তানের ডিফেন্ডার হেড করার পর বল পেয়ে যান সুফিল। প্রথম প্রচেষ্টায় নিয়ন্ত্রণে নেওয়ার পর এই ফরোয়ার্ডের ডান পায়ের শট আজারভ আজিমের পা ছুঁয়ে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়।

তবে ম্যাচের একেবারে অন্তি সময়ে কর্নারে বখতিয়ারের স্লাইডিং হেড জামাল ভূইয়ার মাথা ছুঁইয়ে জালে জড়ালে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের বড় হার।

এনিয়ে টানা দুই জয় পেল কিরগিজস্তান। ফিলিস্তিনকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। আর সবশেষ তিন ম্যাচেই কিরগিজস্তানের কাছে হারল বাংলাদেশ। এর আগে বিশ্বকাপ বাছাইয়ে ২০১৫ সালে প্রথম লেগে ৩-১ গোলে হারের পর ফিরতি লেগে ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

প্রতিযোগিতায় নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আগামী অক্টোবরের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দল।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।