ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ফুটবল

শেষ ম্যাচে অপরাজিত থেকে মাঠ ছাড়ল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, সেপ্টেম্বর ২০, ২০২১
শেষ ম্যাচে অপরাজিত থেকে মাঠ ছাড়ল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের শেষ ম্যাচে অপরাজিত থেকে মাঠ ছাড়ল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শেষ ম্যাচে শক্তিশালী ঢাকা আবাহনীর বিপক্ষে ১-১ গোলে ড্র করে অস্কার ব্রুসোনের শিষ্যরা।

সোমবার (২০ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে ম্যাচের ২৮তম মিনিটে তপু বর্মণের আত্মঘাতী গোলে আবাহনী এগিয়ে যায়। তবে ৯ মিনিট পর সেই তপুই গোল করে বসুন্ধরা কিংসে সমতায় ফেরান।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।

২৪ ম্যাচে ২১ জয়, দুই ড্র ও এক হারে ৬৫ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল বসুন্ধরা কিংস।  সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ঢাকা আবাহনী। ৫২ পয়েন্ট নিয়ে পেশাদার লিগের রানার্স আপ হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।