ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৬ গোলের ম্যাচে দুবার এগিয়েও জয় পেল না লিভারপুল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
৬ গোলের ম্যাচে দুবার এগিয়েও জয় পেল না লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও জয় পেল না লিভারপুল। ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে ৭৪ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে ফেরা ব্রেন্টফোর্ড রুখে দিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।

শনিবার ব্রেন্টফোর্ডের মাঠে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।

ম্যাচের ২৭তম মিনিটে ধারার বিপরীতে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বলে ব্যাকহিল ফ্লিক করেন ইভান টনি। দূরের পোস্টে বাঁ পায়ের টোকায় জাল খুঁজে নেন অরক্ষিত ইথান পিনক। অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। ৩১তম মিনিটে সমতায় ফেরে লিভারপুল। সালাহ পাস দেন জর্ডান হেন্ডারসনকে। অধিনায়কের ক্রসে ছয় গজ বক্সের মুখে হেডে বল জালে পাঠান জটা।

বিরতির পর ৫৪তম মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। ফাবিনিয়োর ক্রসে কাছ থেকে গোলরক্ষককে ফাঁকি দেন সালাহ। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে এটি সালাহর শততম গোল।

তবে ৬৩তম মিনিটে সমতা ফিরিয়ে লড়াই জমিয়ে তোলে ব্রেন্টফোর্ড। কাছ থেকে ইয়ানসনের প্রচেষ্টা ক্রসবারের নিচের দিকে লেগে ফেরার পর হেডে জালে পাঠান ভিটালি ইয়ানেল্ট। কিন্তু তিন মিনিট ফের এগিয়ে যায় লিভারপুল। ডি-বক্সের বাইরে থেকে জোন্সের জোরালো শটে বল এক ডিফেন্ডারের পা ছুঁয়ে জালে জড়ায়।

অবশেষে নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে আবারও সমতা ফেরায় স্বাগতিকরা। জটলার ভেতর বল পেয়ে কাছ থেকে আলিসনকে পরাস্ত করেন ইয়োয়ানে।

লিভারপুল ৬ ম্যাচে চার জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। ম্যানচেস্টার সিটি ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। সমান পয়েন্ট নিয়ে তিনে চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেড ও এভারটনেরও ১৩ পয়েন্ট করে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।