ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফাতির দুর্দান্ত ফেরা, বার্সার স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
ফাতির দুর্দান্ত ফেরা, বার্সার স্বস্তির জয়

বার্সেলোনায় অভিষেকের পর থেকেই আলোচনায় ছিলেন আনসু ফাতি। সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড গড়েছিলেন তিনি।

তবে ইনজুরির কারণে দীর্ঘ ১০ মাস মাঠে বাইরে থাকতে হয় তরুণ এই স্ট্রাইকারকে। অবশেষে দলে ফিরেই চমক। বার্সেলোনাও পেল স্বস্তির এক জয়।

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর ক্লাবের দশ নম্বর জার্সি পেয়েছেন আনসু ফাতি। এবার প্রত্যাবর্তনের ম্যাচটা গোল করেই স্মরণীয় করে রাখলেন তিনি।

রোববার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লেভান্তেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল স্প্যানিশ জায়ান্টরা।

চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হওয়ার পর লিগে গত দুই রাউন্ডে ড্র করেছিল রোনাল্ড কোম্যানের দল।

এদিন লেভান্তের বিপক্ষে পুরোটা সময় আধিপত্য করে খেলে বার্সা। ম্যাচর মাত্র ৬ মিনিটেই মেমফিস ডিপাইয় গোল করে এগিয়ে দেন দলকে। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুক ডি ইয়ং। যোগ করা সময়ে বার্সার ৩-০ গোলের জয় নিশ্চিত করেন বদলি নানা ফাতি।

৬ ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বার্সেলোনা। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।