ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাফের শিরোপা ঘরে তুলতে দৃঢ় প্রত্যয়ী জামাল ভূঁইয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
সাফের শিরোপা ঘরে তুলতে দৃঢ় প্রত্যয়ী জামাল ভূঁইয়ারা বক্তব্য রাখছেন বাংলাদেশের দলের অধিনায়ক জামাল ভূঁইয়া / ছবি: শোয়েব মিথুন

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পারফরম্যান্স খরা দীর্ঘদিন ধরেই চলছে। গত এক দশকে গ্রুপ পর্বের মধ্যেই আটকে থাকতে হয়েছে জামাল ভূঁইয়াদের।

তবে এবার শিরোপা জয়ের অদম্য ইচ্ছে নিয়েই সাফে মাঠে নামবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক।  

আত্মবিশ্বাসী জামাল ভূঁইয়া বাংলাদেশ দলের জন্য ভালো কিছুই দেখছেন এবার। বাংলাদেশে দলের কোচ অস্কার ব্রুজোনের পাশাপাশি ফুটবলাররাও শিরোপা জয়ের ইচ্ছে নিয়ে আগামী ১ অক্টোবর সাফের ত্রয়োদশ আসরে মাঠে নামবে।  

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন হওয়াই আমাদের লক্ষ্য। অনুশীলনে খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তারা নিজেদের সেরাটা দিতে চাইছে। আমরা আমাদের খেলাটা দেখাতে চাই। কিছু একটা করে দেখাতে চাই। এটা ভালো একটি গ্রুপ। আমরা আত্মবিশ্বাসী। আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই। অবশ্যই আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। কোচও আমাদের মতো ট্রফি জিততে চাইছেন। আশা করছি, সেই লক্ষ্যে আমরা পৌঁছুতে পারব। ’

একসঙ্গে বাংলাদেশের কোচ অস্কার ব্রুজন ও দলের অধিনায়ক জামাল ভূঁইয়া / ছবি: শোয়েব মিথুন

গ্রুপপর্বের দলগুলোর মধ্যে র‌্যাংকিংয়ে সবার চেয়ে এগিয়ে থাকা ভারতকেই ফেভারিট মেনে বাংলাদেশ দলের অধিনায়ক আরও বলেন, ‘আমাদের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। র‌্যাঙ্কিংয়ের দিকে তাকালে যদিও ভারত ফেভারিট। ওরাও (শ্রীলঙ্কা) এগিয়ে আছে। তাই প্রথম ম্যাচ কঠিনই হবে। এরপরই ভারতের বিপক্ষে ম্যাচ। তবে আমাদের ভালো একদি দল আছে। সবাই সবাইকে জানে। একে অন্যের সঙ্গে খেলেছে। গ্রুপ হিসেবে শক্তিশালী দল আমরা। এই দলটি কিছু একটা করে দেখাতে পারে এ ব্যাপারে আমার বিশ্বাস রয়েছে। ’

সাফের গত আসরগুলোতে বাংলাদেশের ফলাফল তেমন ভালো নয়। গত চার মৌসুমে ১২ ম্যাচ খেলে ৩টি জয়, ২টি ড্র এবং ৭টি হার নিয়ে এ মৌসুমে খেলতে নামবে জামালরা। আগামী মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এ টুর্নামেন্টে অংশ নিতে মালদ্বীপের উদ্দেশে রওনা দেবে অস্কার ব্রুজোনের শিষ্যরা।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।