ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসিকে থামানো অসম্ভব: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
মেসিকে থামানো অসম্ভব: গার্দিওলা

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ এক রাত কেটেছে ফরাসি জায়ান্ট পিএসজির। ইনজুরি থেকে ফিরেই ক্লাবের হয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত এক গোল করে নিজের দক্ষতার জানান দেন লিওনেল মেসি।

চোখজুড়ানো এ গোলে আর্জেন্টাইন এ ফরোয়ার্ডের প্রশংসায় পঞ্চমুখ সিটি কোচ পেপ গার্দিওলা।  

ম্যাচ শেষে সাবেক শিষ্য মেসির প্রশংসা করতে ভূলেননি সিটিজেনদের কোচ। গার্দিওলা জানান ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এ ফরোয়ার্ডকে নিয়ন্ত্রণে রাখা অসম্ভব। ম্যাচের ৯০ মিনিটজুড়ে আর্জেন্টাইন এ তারকাকে নজরে রাখলেও ৭৪ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পান তিনি। ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পের সঙ্গে পাস দেয়া নেয়ার এক পর্যায়ে ডি-বক্সের বাহির থেকেই দুর্দান্ত এ শটে সিটির গোলপোস্টের ডান কর্ণার খুঁজে নেন সাবেক এ বার্সা লিজেন্ড।  

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সিটি কোচ গার্দিওলা মেসির সম্পর্কে বলেন, ‘প্রথমত, পিএসজির সঙ্গে আমরা ভালোই খেলেছি। কিন্তু ৯০ মিনিট ধরে লিওকে (মেসি) নিয়ন্ত্রণে রাখা অসম্ভব। ম্যাচজুড়ে তেমন বেশি বল পায়নি সে। তাছাড়া সদ্য চোট কাটিয়ে মাঠে ফেরার কারণে ছন্দ ফিরে পেতে কিছুটা সময় লেগেছিল তার। কিন্তু আমরা সবাই জানি, সে যখন বল নিয়ে দৌড়ায় তাকে থামানো অসম্ভব। ’

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে প্রথম গোলের দেখা পেয়ে ম্যানসিটির বিপক্ষে প্রথম ফুটবলার হিসেবে সর্বোচ্চ ৭ গোলের রেকর্ড গড়েন মেসি। তাছাড়া গার্দিওলার অধীনে থাকা দলগুলোর বিপক্ষেও সর্বোচ্চ ৭ গোল করার নজির গড়েন আর্জেন্টাইন এ তারকা।  

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।