ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাংলাদেশকে হুঙ্কার দিয়ে রাখলেন ভারতীয় অধিনায়ক ছেত্রী

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
বাংলাদেশকে হুঙ্কার দিয়ে রাখলেন ভারতীয় অধিনায়ক ছেত্রী

মালদ্বীপে অনুষ্ঠিত চলমান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারায় অস্কার ব্রুসোনের শিষ্যরা।

তবে দ্বিতীয় ম্যাচেই শক্তিশালী ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে জামাল ভূঁইয়াদের।

৪ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ভারত আবার অসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। তবে এই ম্যাচের আগে লাল-সবুজদের হুঙ্কারই দিয়ে রাখছেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী।

ছেত্রী ভারতের হয়ে দু’বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তৃতীয় বার খেতাব জয়ের লক্ষ্যে মরিয়া ভারত অধিনায়কের কাছে এই প্রতিযোগিতার সব ম্যাচই যেন যুদ্ধ! শনিবার দুপুরে অনুশীলনের পরে টিম হোটেলে ফিরে মলদ্বীপ থেকে ভিডিও কনফারেন্সে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সুনীল। সঙ্গে ছিলেন কোচ ইগর স্তিমাচ ও সতীর্থ গুরপ্রীত সিংহ সাঁধু।

এসময় প্রস্তুতি নিয়ে সুনীল বলেন, ‘আমার কাছে প্রত্যেকটি ম্যাচই যুদ্ধের মতো। তাই শেষে মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে হবে। ৯০ নয়, আমাদের ১০০ শতাংশ উজাড় করে দিতে হবে। কোনো ম্যাচই সহজ নয়। ’

অবশ্য গুণগত মানে ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক সুনীল। তার কথায়, ‘বাংলাদেশ সম্প্রতি কোচ পরিবর্তন করেছে। প্রতিপক্ষ হিসেবে ওরা খুবই শক্তিশালী। গত তিন-চার মাসে আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছি। কঠিন লড়াই হয়েছিল। সব দলই উন্নতি করেছে। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এখন শুধু বাংলাদেশকে নিয়েই ভাবছি। ’

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।