ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফেনীতে বঙ্গবন্ধু ফুটবল লিগে রাইজিং সান চ্যাম্পিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
ফেনীতে বঙ্গবন্ধু ফুটবল লিগে রাইজিং সান চ্যাম্পিয়ন

ফেনী: ফেনীতে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগে রাইজিং সান বালিগাঁও চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার (৩০নভেম্বর) ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রামপুর বয়েজ ক্লাবকে ২-১ গোলে হারিয়ে শিরোপা অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সেলিম মাহমুদ উল হাসান। বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বদরুল আলম মোল্লা, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ মিলন এতে সভাপতিত্ব করেন।

ফেনী জেলা ফুটবল এসোসিয়েশন ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য কেবিএম জাহাঙ্গীর আলম, হারুন অর রশিদ, আবদুল মোতালেব হুমায়ুন, নুরুল আফসার কবির শাহজাদা, গোলাম রাব্বানী সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।

জেলা প্রশাসক বলেন, ফুটবল একটি জনপ্রিয় খেলা। তৃণমুল পর্যায়ে এমন টুর্নামেন্ট এর মাধ্যমে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। যারা জাতীয় পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করবে। ভবিষ্যতে এমন টুর্নামেন্ট আয়োজনে জেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, এই খেলার মাধ্যমে খেলোয়াড়রা আরও এগিয়ে যাবে। এমন প্রতিনিধিত্ব পূর্ণ খেলার মাধ্যমে খেলোয়াড়দের মধ্য প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ মনোভাব গড়ে উঠবে। যা তাদেরকে ভবিষ্যতে ভালো খেলতে সহযোগিতা করবে।

খেলায় বিজয়ী, রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।  

উল্লেখ্য, ফেনীতে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগে ১১টি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
এসএইচডি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।