ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

রাতে পিএসজির মাঠে ব্যালন ডি’অর প্রদর্শন করবেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, ডিসেম্বর ১, ২০২১
রাতে পিএসজির মাঠে ব্যালন ডি’অর প্রদর্শন করবেন মেসি

ফরাসি ক্লাব পিএসজির প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। ব্যক্তিগত অর্জনে এটি তার সপ্তম ব্যালন ডি’অর হলেও ক্লাবের জন্য প্রথম।

আর তাই ক্লাবের কাছে এর গুরুত্ব অনেক বেশি। তাই বুধবার রাতে নিসের বিপক্ষে ম্যাচের আগে ব্যালন ডি’অরটি প্রদর্শন করবেন মেসি।  

লিগ ওয়ানে নিসের বিপক্ষে ম্যাচটির জন্য ইতোমধ্যে ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। ইনজুরিতে পড়া নেইমার জুনিয়র নেই স্কোয়াডে। স্কোয়াডে রয়েছে সদ্য ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি। তবে  গত ম্যাচে ক্লাবটির হয়ে অভিষেক হওয়া সার্জিও রামোস নেই এই ম্যাচের স্কোয়াডে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডে রানারআপ হওয়া পিএসজি লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে। এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে ১৩টিতে জিতেছে পিএসজি। অন্যদিকে, নিস তাদের ১৫ ম্যাচের ৮ জিতেছে, ৪টিতে হেরেছে, বাকি ৩টি ম্যাচ করেছে। পয়েন্ট তালিকায় পিএসজি শীর্ষে, নিস তিনে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।