ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের সঙ্গী মোহামেডান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের সঙ্গী মোহামেডান ছবি: শোয়েব মিথুন

ফেডারেশন কাপ ফুটবলের ড্রয়ে একই গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ১০ বারের শিরোপাজয়ী মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই প্রতিযোগীতার সর্বোচ্চ ১১ বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের সঙ্গে পড়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব পড়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের গ্রুপে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ফেডারেশন কাপ ফুটবলের ড্র সম্পন্ন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবারের আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে।  

‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গে রয়েছে মোহামেডান। তাদের সঙ্গে এবার প্রতিযোগীতা করবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের সেরা হয়ে এবারই প্রথম প্রিমিয়ার লিগে উঠে আসা স্বাধীনতা ক্রীড়া সংঘ।  

লোগো হাতে প্রত্যেক দলের প্রতিনিধিরা  |  ছবি: শোয়েব মিথুন

‘বি’ গ্রুপে এ প্রতিযোগীতার সর্বোচ্চ শিরাপাজয়ী আবাহনীর সঙ্গে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও উত্তর বারিধারা। ২০১২ সালে ঘরোয়া ট্রেবল জয়ের পথে শেখ রাসেল প্রথম ও শেষ এ শিরোপার স্বাদ পেয়েছিল। ২০১৮ সালে বসুন্ধরা কিংসের কাছে হারার পর এ প্রতিযোগীতায় আর শিরোপার দেখা পায়নি আবাহনী।

আগামী ২৫ ডিসেম্বর মাঠে গড়াবে ফেডারেশন কাপের এবারের আসর। গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হবে ডিসেম্বর। টুর্নামেন্টের চারটি কোয়ার্টার ফাইনাল হবে ১ ও ২ জানুয়ারি, দুই সেমি-ফাইনাল হবে ৫ জানুয়ারি এবং ফাইনাল মাঠে গড়াবে ৮ জানুয়ারি।

প্রতিযোগীতার চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা ও রানার্স আপ দল পাবে তিন লাখ টাকা।

একনজরে ফেডারেশন কাপের ড্র:

  • গ্রুপ `এ’- বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব, স্বাধীনতা ক্রীড়া সংঘ
  • গ্রুপ ‘বি’- আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র, উত্তর বারিধারা
  • গ্রুপ ‘সি’- সাইফ স্পোর্টিং ক্লাব, চিটাগাং আবাহনী, বাংলাদেশ পুলিশ এফসি
  • গ্রুপ ‘ডি’- শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।