ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

টাইব্রেকারে সাইফকে হারিয়ে ফাইনালে আবাহনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৪, জানুয়ারি ৬, ২০২২
টাইব্রেকারে সাইফকে হারিয়ে ফাইনালে আবাহনী ফাইনালে আবাহনী। ছবি: শোয়েব মিথুন

টাইব্রেকারে সাইফ স্পোর্টিংকে ৪-৩ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠল আবাহনী লিমিটেড। এর আগে দুই দলের নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলা শেষ হয়েছিল ৩-৩ সমতায়।

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল।

ফেডারেশন কাপের রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়ন আবাহনী এ নিয়ে ১৯তম বারের মতো ফাইনালে উঠল।

টাইব্রেকারে আবাহনীর মিলাদ শেখ সোলাইমানি, রেজাউল করিম, মেহেদি হাসান রয়েল, নুরুল নাইম ফয়সাল লক্ষ্যভেদ করেন। সাইফের এমেরি বাইসেঙ্গে, সাজ্জাদ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম লক্ষ্যভেদ করেন। জামাল ভূইয়া ও এমফন সানডে উদোহর শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে জয়ের নায়ক গোলরক্ষক শহিদুল আলম সোহেল।

আগামী শনিবার শিরোপা লড়াইয়ে আবাহনী মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির। দিনের প্রথম সেমিফাইনালে তারা ২-১ গোলে হারায় মোহামেডান স্পোর্টিংকে।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।