ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

শেখ রাসেলকে হারাল শেখ জামাল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
শেখ রাসেলকে হারাল শেখ জামাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ রাসেলকে ১-০ গোলে হারিয়েছে শেখ জামাল। জামালের হয়ে একমাত্র গোলটি করেন ম্যাথু চিনেডু।

মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে ম্যাচের ৩২তম মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে চিনেডুর গোল। লিগে জামালের এটি তৃতীয় জয়।

৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে বর্তমানে তৃতীয় স্থানে জামাল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বসুন্ধরা কিংস। আর সিলেটে মোহামেডানের বিপক্ষে জিতে আবাহনী ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

জামালের আগের দুটি ম্যাচই ড্র ছিল। সর্বশেষটি সিলেটেই রহমতগঞ্জের সঙ্গে ৩-৩ গোলে। ২-০ তে এগিয়ে গিয়েও ম্যাচটি তারা জিততে পারেনি। সে হিসেবে আজ রাসেলের বিপক্ষে তাদের জয়ে ফেরা।

 রাসেলের এটি টানা দ্বিতীয় হার। বসুন্ধরা কিংস অ্যারেনায় আগের ম্যাচটি হেরেছে তারা আবাহনীর কাছে। ৫ ম্যাচে ১ জয় ও দুই ড্রয়ে রাসেলের পয়েন্ট ৫। পয়েন্ট টেবিলে আছে তারা সপ্তম স্থানে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।