ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মঙ্গোলিয়ার বিপক্ষে জয়ে ফিরতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
মঙ্গোলিয়ার বিপক্ষে জয়ে ফিরতে চায় বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন

হতাশা দিয়েই শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা অধ্যায়। মালদ্বীপের বিপক্ষে ২-০ ব্যবধানে হারলেও পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা জানালেন দলের ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন।

তাছাড়া দ্রুত কোচের সঙ্গে মানিয়ে নেওয়ার কথাও জানালেন তিনি।

আগামী মঙ্গলবার (২৯ মার্চ) পরবর্তী ম্যাচে মঙ্গোলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটিতে হোম সুবিধা কাজে লাগিয়ে জয়ে ফিরতে চায় বাংলাদেশ। জীবন বলেন, ‘মঙ্গোলিয়ার খেলার ভিডিও ক্লিপ দেখে কোচ আমাদের পরিকল্পনা সাজাচ্ছেন। অচেনা প্রতিপক্ষ। তবে এখানে আমাদের হোম অ্যাডভান্টেজ থাকবে, দর্শক থাকবে। দেশের ফুটবলের স্বার্থেই ম্যাচটা আমরা জিততে চাই। ’

নতুন কোচের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারে জীবন আরও জানান, ‘কোচ চাচ্ছেন বিল্ড আপ ফুটবল খেলাতে। সেটা রপ্ত করতে পারলে আশা করি ভাল কিছু হবে। কোচ আরও সময় পেলে হয়তো আমরা আরও ভাল করতে পারবো। মালদ্বীপের প্লেয়িং স্টাইল দেখে আমাদের ফর্মেশন সাজানো হয়েছিল ৪-৪-২। এই ম্যাচে (মঙ্গোলিয়া) হয়তো কোচ অন্য ফর্মেশনে যেতে পারেন। আমাদের দ্রুত নতুন কোচের সঙ্গে মানিয়ে নিতে হবে। ’

মাঠে ফুটবলারদের পজিশন কেমন হবে সেটা নিয়েও কাবরেরা কাজ করছেন জানান জীবন, ‘কোচ নিয়মিত আমাদের দেখাচ্ছে কোন পজিশনে থাকলে গোল করতে পারবো। কেবল খেললে হবে না, পজিশনে থাকাটাও জরুরী। কোচ প্রতিনিয়তই এসব বোঝাচ্ছেন আমাদের। ’

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।