ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দোহায় আজ বিশ্বকাপের ড্র: দেখে নিন কে কোন পটে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
দোহায় আজ বিশ্বকাপের ড্র: দেখে নিন কে কোন পটে

দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিগগিরই শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতামূলক এই প্রতিযোগীতা দেখতে ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই।

ইতোমধ্যে বৃহস্পতিবার (৩১ মার্চ) নিজেদের ওয়েবসাইটে এবারের আসরের ড্রয়ে কোন পটে কোন দল থাকবে তা জানিয়ে দিয়েছে ফিফা।

বিশ্বকাপ মাঠে গড়াতে আর ২৩৪ দিন বাকি। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে বিশ্বসেরার এই লড়াই। যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। কাতারের রাজধানী দোহায় শুক্রবার (০১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এবারের আসরের ড্র।  

চূড়ান্ত পর্বে খেলার জন্য ইতোমধ্যে ৩২টি দেশের মধ্যে ২৯টি নিশ্চিত হয়ে গেছে। বাকি তিনটি দল নির্বাচন করা হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে।  

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের বাকি থাকা প্লে-অফের ম্যাচগুলো স্থগিত রয়েছে। আগামী জুনে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইউক্রেন। এ পর্বের জয়ী দল চূড়ান্ত পর্বে যায়গা করতে মুখোমুখি হবে ওয়েলসের।

গ্রুপ ‘এ’-তে থাকবে আয়োজক দেশ কাতার। বাকি দেশগুলোর প্রতিযোগী ড্রয়ের মাধ্যমে চূড়ান্ত হবে। মূল পর্বে অংশগ্রহণ করা ৩২টি দলকে মোট আটটি গ্রুপে ভাগ করা হবে। এক গ্রুপে একই মহাদেশের একাধিক দল থাকবে না। ব্যাতিক্রম কেবল ইউরোপ। তবে কোনো গ্রুপে তাদেরও দুটির বেশি দল থাকবে না।

একনজরে চার পটের ৩২ দল :

পট ১

  • কাতার
  • ব্রাজিল
  • বেলজিয়াম
  • ফ্রান্স
  • আর্জেন্টিনা
  • ইংল্যান্ড
  • স্পেন
  • পর্তুগাল

পট ২

  • মেক্সিকো
  • নেদারল্যান্ডস
  • ডেনমার্ক
  • জার্মানি
  • উরুগুয়ে
  • সুইজারল্যান্ড
  • যুক্তরাষ্ট্র
  • ক্রোয়েশিয়া

পট ৩

  • সেনেগাল
  • ইরান
  • জাপান
  • মরক্কো
  • সার্বিয়া
  • পোল্যান্ড
  • দক্ষিণ কোরিয়া
  • তিউনিশিয়া

পট ৪

  • ক্যামেরুন
  • কানাডা
  • একুয়েডর
  • সৌদি আরব
  • ঘানা
  • আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১
  • আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২
  • ইউরো প্লে-অফ

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।