ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

ফেনী-স্কাইলার্কের জয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মে ২৯, ২০২২
ফেনী-স্কাইলার্কের জয় ছবি: বাংলানিউজ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির আওতাধীন ‘পাইওনিয়ার ফুটবল লীগ ২০২১-২২’এর দ্বিতীয় দিনে আজ (২৯ মে) তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছে। উপ-কমিটির ব্যবস্থাপনায় (কেন্দ্রীয় জোন), পল্টন আউটার স্টেডিয়াম, মিরপুর গোলারটেক মাঠ, গোপিবাগের ঢাকা ব্রাদার্স ইউনিয়ন মাঠে ম্যাচ তিনটি আয়োজিত হয়েছে।

পল্টনের আউটার স্টেডিয়ামে ফেনী স্পোর্টস একাডেমি ৩-১ গোলে হারিয়েছে আব্দুল হাদী লেন যুব সংঘকে। ফেনীর হয়ে জোড়া গোল করেছেন আহমেদ জুনায়েদ। অন্য গোলটি করেছেন মাসুম বিল্লাহ। আব্দুল হাদী লেন যুব সংঘের হয়ে একমাত্র গোলটি করেছেন মো. ইয়াসিন।

ব্রাদার্স ইউনিয়নে মাঠে স্কাইলার্ক ফুটবল ক্লাব ৪-০ গোলে হারিয়েছে পটুয়াখালী ফুটবল একাডেমিকে। স্কাইলার্কের হয়ে গোল চারটি করেছেন শাহাদাত, রবিন ত্রিপুরা, রমজান আলী, নাভিদ ইসলাম।

দিনের শেষ ম্যাচে গোলারটেক মাঠে কাজী আনোয়ার ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়েছে দারুস সালাম স্পোর্টিং ক্লাব। দারুস সালামের হয়ে একমাত্র গোলটি করেছেন আজমীর আলী।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মে ২৯, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।