ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির জন্য সিংহের মতো লড়ব: মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জুন ৩, ২০২২
মেসির জন্য সিংহের মতো লড়ব: মার্তিনেজ

আর্জেন্টিনা ফুটবলে চলছে দারুণ সুসময়। গত বছর চিরশত্রু ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আলবিসেলেস্তেরা।

এরপর গত পরশু ইউরোজয়ী ইতালিকে হারিয়ে জিতেছে আন্তঃমহাদেশীয় শ্রেষ্ঠত্বসূচক 'লা ফিনালিসিমা'র শিরোপা। অল্প সময়ের ব্যবধানে দুইটি আন্তর্জাতিক শিরোপা জেতার পর আত্মবিশ্বাসে টগবগ করছে লিওনেল স্কালোনির দল।  

আর্জেন্টিনার সামনে এখন অপেক্ষা করছে কাতার বিশ্বকাপ। বহুদিনের আকাঙ্ক্ষিত শিরোপাটি ছুঁয়ে দেখতে উদগ্রীব তারা। এটাই হতে যাচ্ছে আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। তার জন্যই বৈশ্বিক শিরোপার এই আসরে সিংহের মতো লড়াই করতে চায় আর্জেন্টিনা। ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড এমিলিয়ানো মার্তিনেজ এমন প্রত্যয় ব্যক্ত করলেন।

স্কালোনি দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে আর্জেন্টিনা দলের খোলনলচেই বদলে গেছে। তার কৌশলের কারণেই এখন আর্জেন্টিনা আর আগের মতো মেসিনির্ভর কৌশল নিয়ে মাঠে নামে না। সম্ভবত কাতার বিশ্বকাপই মেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে। তাই এটাই তার জন্য বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ। ফুটবলের এই মহাতারকাকে বিশ্বকাপ ট্রফি উপহার দিতে এবার মরিয়া চেষ্টা চালাবে তার সতীর্থরা।

মার্তিনেজের কথায়, 'এক বছর আগেও এত উন্মাদনা ছিল না। এখন শিরোপা জিতেছি বলে আমরা বিশ্বকাপের অন্যতম ফেবারিট হয়ে গেছি, এমনটাই অনেকে ভাবছে। তবে আমরা সব সময়ই বিশ্বকাপের জন্য ফেবারিটদের তালিকায় থাকব, কারণ আমাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড় (মেসি) আছে। ওর জন্য আমরা সবাই সিংহের মতো লড়ব। ' 

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুন ০৩, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।