ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৬০ বছরের আক্ষেপ ঘোচাল হাঙ্গেরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জুন ৫, ২০২২
৬০ বছরের আক্ষেপ ঘোচাল হাঙ্গেরি

হাঙ্গেরির নেশন্স লিগের শুরুটা দারুণ হলেও হতাশায় শুরু হল ইংল্যান্ডের। অবশেষে ৬০ বছরের আক্ষেপ ঘোচাল হাঙ্গেরি।

ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয়ে ছয় দশক পর জয়ের স্বাদ পেল তারা।
শনিবার রাতে 'এ' লিগের তিন নাম্বার গ্রুপের ম্যাচে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে হাঙ্গেরি।
ম্যাচের ৬৬ মিনিটে একমাত্র গোলটি করেন দমিনিক সোবোসলাই। সর্বশেষে চিলিতে হওয়া ১৯৬২ বিশ্বকাপে গ্রুপ পর্বের ইংলিশদের ২-১ ব্যবধানে হারিয়েছিল হাঙ্গেরি। আগামী মঙ্গলবার ইতালির মাঠে স্বাগতিকদের বিপক্ষে খেলবে হাঙ্গেরি।
গ্রুপের অন্য ম্যাচে ইতালি ও জার্মানির মধ্যকার ম্যাচ ১-১ গোলে সমতায় শেষ হয়েছে। প্রথম রাউন্ড শেষে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে হাঙ্গেরি।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জুন ৫, ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।