ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ঈদের বিরতির পর আজ মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
ঈদের বিরতির পর আজ মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবল

ঈদের বিরতি কাটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল আজ থেকে আবারও মাঠে গড়াতে চলেছে। এবারের মৌসুমে শিরোপার লড়াইয়ে এগিয়ে আছে বসুন্ধরা কিংস।

লিগের হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে বেশ ভালো ভাবেই এগিয়ে রয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা আবাহনী আজ মাঠে নামবে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে। আবাহনী এই ম্যাচে কোনও অঘটনের শিকার হলেই হাসি চওড়া হবে বসুন্ধরার। হ্যাটট্রিক শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের।

বসুন্ধরা কিংসের চ্যাম্পিয়ন হতে মাত্র তিন পয়েন্ট প্রয়োজন। অন্য কোনও দলের পক্ষে এবারের শিরোপা জয় কার্যত অসম্ভবই। বসুন্ধরা কিংসের পরের ম্যাচ আগামী ১৮ জুলাই সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ঐ ম্যাচে জয় পেলেই শিরোপা নিশ্চিত বসুন্ধরার। অন্যদিকে আজকের ম্যাচে আবাহনী অঘটনের শিকার হলে চ্যাম্পিয়ন হিসেবেই সাইফের বিপক্ষে খেলতে নামবে বসুন্ধরা।

আবাহনী যদি স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ড্র করে তাহলে সাইফের বিপক্ষে এক পয়েন্ট পেলেই চলবে কিংসের। উল্লেখ্য, আবাহনী ও স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে প্রথম পর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
শিরোপার লড়াইয়ে যখন একপেশে অবস্থা তখন তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে অবনমন অঞ্চলে। স্বাধীনতা ক্রীড়া সংঘ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, উত্তর বারিধারা ও রহমতগঞ্জের মধ্যে কোন দুই দল প্রিমিয়ার লিগ থেকে নেমে যাবে সেটাই দেখার।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা স্বাধীনতা ক্রীড়া সংঘের পয়েন্ট ৯। ১১ পয়েন্ট নিয়ে তাদের ওপরে আছে মুক্তিযোদ্ধা, ১০ নম্বরে থাকা উত্তর বারিধারার পয়েন্ট ১৩ এবং নয় নম্বরে থাকা রহমতগঞ্জের পয়েন্ট ১৪। এই চার দলেরই ম্যাচ বাকি চারটি করে। আরও দুই রাউন্ড শেষ হলে অবনমনের ভাগ্য কাদের বরণ করতে হবে সেটা পরিষ্কার হবে।

বসুন্ধরা কিংসকে চ্যাম্পিয়ন ধরে নিলে আসে রানার্স-আপের হিসেব। সেখানে ভালোভাবে এগিয়ে আছে আবাহনী। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট তাদের। হাতে এখনও চার ম্যাচ, আজ বৃহস্পতিবার কুমিল্লায় জিতলে দ্বিতীয় হওয়ার দৌড়ে আরও এগিয়ে থাকবে তারা।

আবাহনীকে টেক্কা দেওয়ার কাগজ-কলমে সুযোগ আছে সাইফ স্পোর্টিং ক্লাবের। ক্রসিয়ানির দলের হাতে তিন ম্যাচ। পয়েন্ট ৩৪। তাদের রানার্স-আপ হওয়া নির্ভর করবে আবাহনীর ফলাফলের ওপর। সাইফের মতো সুযোগ আছে শেখ জামালেরও। ১৯ ম্যাচে সাবেক চ্যাম্পিয়নদের পয়েন্ট ৩৪।

ওপরের চার ও নিচের চার দল বাদ দিলে থাকে মাঝামাঝিতে অবস্থান করা চার দল। মোহামেডান, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম আবাহনী ও শেখ রাসেলের চ্যাম্পিয়ন হওয়ার যেমন সুযোগ নেই, তেমন নেই রেলিগেটেড হওয়ার আশঙ্কাও।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad