ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

শুক্রবার ভারত যাবে অনূর্ধ্ব-২০ দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
শুক্রবার ভারত যাবে অনূর্ধ্ব-২০ দল

ভারতে ভুবনেশ্বরে আয়োজিত হবে এবারের সাফ অনুর্ধব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামী ২৫ তারিখ থেকে শুরু হবে মাঠের লড়াই।

 

এবারের আসরে অংশগ্রহণের লক্ষ্যে আগামী ২২ জুলাই ভারতের উদ্দেশে রওয়ানা করবে বাংলাদেশ অনুর্ধ্ব-২০ ফুটবল দল। সেদিন বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে অনুর্ধ্ব-২০ দল দেশ ত্যাগ করবে বলে জানিয়েছে বাংলাদশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  

পাঁচ দল নিয়ে আয়োজিত হবে এবারের আসর। বাংলাদেশ এবং স্বাগতিক ভারত ছাড়াও আসরে অংশ নেবে নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ।

এবারের আসরে বাংলাদেশ অনুর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্বে থাকবেন পল স্মলি। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্বরত ছিলেন পল। এবার প্রথমবারের মতো তার অধীনে দল খেলতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।