ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কাসেমিরোর বিদায়: ক্রুস-মদ্রিচের আবেগঘন চিঠি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
কাসেমিরোর বিদায়: ক্রুস-মদ্রিচের আবেগঘন চিঠি

মাঝমাঠে বিশ্বের সেরা ত্রয়ীদের নাম নিলে সবার আগেই আসবে কাসেমিরো-টনি ক্রুস-লুকা মদ্রিচের কথা। রিয়াল মাদ্রিদের হয়ে দাপিয়ে বেড়ানো এই ত্রয়ী অবশেষে ভেঙে গিয়েছে।

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন কাসেমিরো। নিজেদের খুব কাছের সতীর্থের এই বিদায়ে হাহাকার প্রকাশ করতে ভুলেননি ক্রুস-মদ্রিচ।

কাসেমিরোর সঙ্গে ক্রুস-মদ্রিচের সম্পর্কটা সবার থেকে আলাদা। একসাথে রিয়ালের হয়ে জিতেছেন অনেক কিছু। অথচ এই ত্রয়ী এখন একসঙ্গে নেই। দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাড়ি জমিয়েছেন রেড ডেভিলসদের শিবিরে। তাকে হারিয়ে তাই আবেগে সিক্ত হয়েছেন ক্রুস ও মদ্রিচ। খোলা চিঠিতে এই সম্পর্কের বন্ধন কতটা শক্ত ছিল, তা জানিয়ে দিলেন সবাইকে।

কাসেমিরোর উদ্দেশ্যে মদ্রিচের চিঠি:

‘প্রিয় কাসে! রিয়ালে তোমার অভিষেকের দিনটি আমার এখনও মনে পড়ে… কতটা নার্ভাস ছিলে তুমি! আমি তোমাকে বলেছিলাম শান্ত থাকতে। এখন এটা আমি ভাবি, আর দেখো, সবকিছু কীভাবে এগিয়েছে, কত কিছু অর্জন করেছো তুমি! আমারও সেটি ছিল ক্লাবে প্রথম মৌসুম এবং আমরা কেউই কল্পনা করতে পারিনি, ফুটবল আমাদের জন্য কী জমিয়ে রেখেছে। সত্যিকারের এক নেতা হয়ে উঠেছো তুমি। সতীর্থদের জন্য ও মাদ্রিদিসমোর জন্য তুমি উজাড় করে দিয়েছা নিজেকে। আমরা তোমাকে সবসময় মনে রাখব। ’

‘একসঙ্গে অনেক কিছু জিতেছি আমরা। তবে যে মুহূর্তগুলি কেউ দেখে না, সেসবই আমি হৃদয়ে লালন করব। অনুশীলন মাঠে প্রতিদিনের কাজ, তোমার কৌতুকগুলি… কারণ তুমি সবসময়ই খুব ফুরফুরে মেজাজে থাকতে, এমনকি টেনশনের সময় এবং কখনও ভুল হলেও। তোমার সঙ্গে হাসি-মজার মুহূর্তগুলো আমাকে প্রশান্তি জুগিয়েছে। তোমার দিকে তাকালেই জানতাম, ভালো কিছু হবেই। দুনিয়ার সেরা সঙ্গী তুমি। তোমাকে অনেক মিস করব, তবে শুভ কামনাও জানাই। তোমার মতো একজন পেশাদার ও ব্যক্তিত্বের জন্য এমন কিছুই প্রাপ্য। ’

‘সবকিছুর জন্যই ধন্যবাদ এবং শুভ কামনা, বন্ধু আমার!’

কাসেমিরোর উদ্দেশ্যে ক্রুসের চিঠি:

‘তোমার সঙ্গে প্রিয় কাসে, অস্থির না হয়ে থাকা ছিল অসম্ভব… যে কোনো পরিস্থিতিতেই। কারণ, এমনকি টার্কিশ বাথ নেওয়া সময়ও তুমি আমাদেরকে স্বস্তিতে থাকতে দিতে না। ওখানে তোমার সঙ্গে দেখা হওয়া মানে আরেক যন্ত্রণা; দেখা গেল যে তুমি কাউকে যেতে বলেছ, গিয়ে দেখল তুমি ততক্ষণে বাইক ও ভারত্তোলনের সরঞ্জাম প্রস্তুত করে রেখেছো! তোমার নতুন সতীর্থদের জন্য সতর্কতা, তাদের এটা জানা থাকা ভালো। কারণ, তোমার সঙ্গে টার্কিশ বাথও জিমে কসরত হয়ে যায়… এবং কেবল সিট-আপ দেওয়ার সময়ই তুমি কাউকে বসার সুযোগ দেবে!’

‘আমি তোমাকে মিস করব। উদাহরণ হওয়ার মতো আদর্শ এক পেশাদার তুমি, শীর্ষ পর্যায়ের এক ফুটবলার। এমন এক যোদ্ধা, তুমি আমাকে বাঁচিয়েছো অনেক কিছু থেকে… তবে সবকিছু ছাপিয়ে, তুমি ভালো একজন মানুষ। একসঙ্গে আমরা ইতিহাস গড়েছি। আহ, কী অসাধারণ সময়….!’

‘এখন আমাদের খেলা জগতের পথটা আলাদা হয়ে গেল, তবে বন্ধুত্ব অটুট থাকবে। আমি তোমাকে নিশ্চিত করতে পারি তা। তোমার সাফল্য কামনা করি, দেখা হবে শিগগির। শুভ কামনা। ’

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।