ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়াল মাদ্রিদ লিজেন্ড মার্সেলো এখন অলিম্পিয়াকোসে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
রিয়াল মাদ্রিদ লিজেন্ড মার্সেলো এখন অলিম্পিয়াকোসে

রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জেতা ফুটবলারের পাশাপাশি মার্সেলো হচ্ছেন ক্লাবটির বড় সব তারকাদের মধ্যে অন্যতম একজন। ব্রাজিলিয়ান এই গ্রেট ফুলব্যাক এবার যোগ দিয়েছেন গ্রিক ফুটবল ক্লাব অলিম্পিয়াকোসে।

শনিবার (২ সেপ্টেম্বর) নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে অলিম্পিয়াকোস। এক বছরের জন্য ক্লাবটিতে থাকছেন তিনি। থাকছে আরও এক বছর চুক্তি বাড়ানোর শর্ত।

রিয়াল মাদ্রিদে সফল এক ক্যারিয়ার কাটানো মার্সেলোর যাত্রা শুরু হয় ২০০৭ সালে। ১৯ বছর বয়সে ক্লাবটির একাডেমিকে যোগ দেন এই ব্রাজিলিয়ান। তখন থেকে এই পর্যন্ত ১৫ বছরে জেতেন সর্বোচ্চ ২৫টি শিরোপা। শেষ মৌসুমেও দলের হয়ে যেতেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ।

স্প্যানিশ জায়ান্টদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বমোট ৫৪৬ ম্যাচ খেলেছেন মার্সেলো। জাতীয় দলের জার্সিতে খেলেছেন মোট ৫৮টি ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।