একের পর এক আক্রমণ, কিন্তু হয়নি কিছুই। প্রথমার্ধেই গোটা চারেক গোলে এগিয়ে যাওয়ার কথা বার্সেলোনার।
বায়ার্নের বিপক্ষে ২-০ গোলে হারের পর জাভির প্রতিক্রিয়া ছিল মিশ্র। ছিল আক্ষেপ, হতাশা, ক্ষোভ এবং কিছুটা প্রাপ্তি। তিনি বলেন, ‘এতটা সহজে ওদেরকে ছাড় দেওয়া যায় না। বিষণ্ণ মন নিয়েই মাঠ থেকে যেতে হচ্ছে আমাকে, কারণ আজকে রাতে অনায়াসেই জিততে পারতাম। তবে দলকে নিয়ে আমি গর্বিতও বটে। ’
‘তবে দিনশেষে, জয়ই সবকিছু এবং আমাদের উচিত ছিল জেতা। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় আমাদের আরও বেশি লড়াই করা উচিত ছিল, যেমন দুটি গোল আমরা হজম করেছি। পাশাপাশি, সুযোগ তৈরি করার পর (গোলমুখে) আরও কার্যকর হওয়া প্রয়োজন ছিল। ’
এ মৌসুমে এই প্রথমবার হারের স্বাদ পেল জাভির দল। চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছিল বার্সেলোনা।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
এআর