ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

প্যারাগুয়ের মাঠে আর্জেন্টিনার হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
প্যারাগুয়ের মাঠে আর্জেন্টিনার হার

প্যারাগুয়ের মাঠে দেখা গেল এক বিবর্ণ আর্জেন্টিনাকে। গ্যালারিতে যেমন তাদের জার্সি দেখা যায়নি খুব একটা; মাঠে হতশ্রি পারফরম্যান্স ছিল তাদের।

শুরুতে যদিও এগিয়ে যায় তারা, তবে বাকি সময়টা আধিপত্য দেখায় প্যারাগুয়ে। দারুণ প্রত্যাবর্তনে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দিল স্বাগতিকরা।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়ে। শুরুতে লাওতারো মার্তিনেসের গোলে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধে স্বাগতিকদের সমতায় ফেরান আন্তোনিও সানাব্রিয়া। বিরতির পর জয়সূচক গোলটি করেন ওমার আলদেরেতে।  

প্রতিপক্ষের মাঠে আর্জেন্টিনার এগিয়ে যেতে সময় লাগেনি খুব বেশি। একাদশ মিনিটে দলকে এগিয়ে নেন লাওতারো। এনসো ফের্নান্দেসের দেওয়া পাস প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে বক্স থেকে জাল খুঁজে নেন ইন্টার মিলান স্ট্রাইকার। শুরুতে অবশ্য অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। পরে ভিএআর দেখে গোলের সিদ্ধান্ত জানান রেফারি।

১৯তম মিনিটে প্যারাগুয়েকে সমতায় ফেরান সানাব্রিয়া। সতীর্থের হেড গোলপোস্টে লেগে ফিরে আসার পর বিপদমুক্ত করতে পারেননি আর্জেন্টাইন ডিফেন্ডাররা। পরে গুস্তাফো ভেলাসকেস বল নিয়ে ক্রস বাড়ান সানাব্রিয়াকে। দারুণ এক বাইসাইকেল কিকে বল জালে পাঠান তিনি। গোল হজম করে বিবর্ণ হয়ে ওঠে আর্জেন্টিনা।  

বিরতির পর এগিয়ে যেতে সময় নেয়নি প্যারাগুয়ে। ৪৭তম মিনিটে গোমেসের নেওয়া ফ্রি কিক থেকে ছুটে গিয়ে আলদেরেতে ডাইভিং হেডে খুঁজে নেন জাল। পিছিয়ে পড়া আর্জেন্টিনা আর কোনোভাবেই পারেনি কামব্যাক করতে। ৭৯তম মিনিটে দারুণ এক সুযোগ পান মেসি। তবে তার শট একজনের গায়ে লেগে বেরিয়ে যায় গোলপোস্টের কাছ দিয়েই। পরবর্তীতে আর কোনো গোল না হলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় স্কালোনির শিষ্যদের।

হারলেও ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা। এক ম্যাচ কম খেলা কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে। তিনে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৭। এক পয়েন্ট কম নিয়ে ছয় নম্বরে প্যারাগুয়ে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।