জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে মঙ্গলবার সকালেই ইতালি থেকে দেশে ফিরেছেন ফরোয়ার্ড ফাহমেদুল ইসলাম। দেশে ফেরার পরই তার জন্য এলো বড় সুসংবাদ।
গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রাথমিক স্কোয়াডে থাকলেও চূড়ান্ত দলে জায়গা হয়নি ফাহমেদুলের। ক্যাম্পে অনুশীলন করলেও শেষ মুহূর্তে দেশে ফেরার বদলে ইতালিতে ফিরে যান তিনি। এবার অবশ্য তার প্রত্যাবর্তনটা জাতীয় দলকেই সামনে রেখেই।
প্রধান কোচ হাভিয়ের কাবরেরা এবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন, যেখানে রয়েছে নতুন মুখও। প্রথমবারের মতো জাতীয় দলের ডাকে সাড়া দিয়েছেন প্রবাসী ফুটবলার সামিত সোম। এছাড়া ভারতের বিপক্ষে অভিষিক্ত হওয়া হামজা চৌধুরীকেও রাখা হয়েছে প্রাথমিক স্কোয়াডে।
এদিকে দলে ফিরেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড সুমন রেজা। তবে বাদ পড়েছেন মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা জুনিয়র।
সিঙ্গাপুরের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ জুন। ম্যাচকে ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে আজ সকালে সেই স্টেডিয়াম পরিদর্শন করেছেন কোচ কাবরেরা। বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে আগামী ৩০ মে।
বাংলাদেশ স্কোয়াড
- গোলরক্ষক: মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসাইন ও মেহেদি হাসান শ্রাবণ।
- ডিফেন্ডার: মো. শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী ও তপু বর্মণ।
- মিডফিল্ডার: মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও সামিত সোম।
- ফরোয়ার্ড: ফাহমেদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন ও সুমন রেজা।