২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে যাচ্ছে নরওয়ে। তবে ম্যাচটিকে ঘিরে একটি মানবিক উদ্যোগের ঘোষণা দিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
সংস্থাটি জানিয়েছে, ১১ অক্টোবর ওসলোতে অনুষ্ঠিতব্য এই ম্যাচ থেকে প্রাপ্ত সব আয় দান করা হবে মানবিক সংগঠন ডক্টরস উইদআউট বর্ডার্স–কে, যারা প্রতিদিন গাজার আহত ও বিপর্যস্ত মানুষদের জরুরি চিকিৎসা সহায়তা দিয়ে আসছে।
ইতিমধ্যেই ২৩ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে বলে নিশ্চিত করেছে আয়োজকরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে উলেভাল স্টেডিয়ামে, যার ধারণক্ষমতা ৩৫ হাজারের বেশি। আয় থেকে কত টাকা আসবে তা এখনো নিশ্চিত নয়। নিরাপত্তা ঝুঁকি মাথায় রেখে বাড়তি ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে ফেডারেশন।
এনএফএফ সভাপতি লিসে ক্লাভেনেস বলেন, ‘২৬ বছর পর আমাদের জাতীয় দলের সামনে আন্তর্জাতিক আসরে যোগ দেওয়ার সুযোগ এসেছে। তবে একই সময়ে মধ্যপ্রাচ্যে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। গাজার বেসামরিক মানুষের ওপর হামলা দেখে আমরা নির্লিপ্ত থাকতে পারি না। তাই ম্যাচের আয় এমন একটি সংস্থাকে দান করতে চাই, যারা প্রতিদিন গাজায় জীবন বাঁচাতে কাজ করছে। ’
এরই মধ্যে নরওয়ের একটি বড় বিনিয়োগ প্রতিষ্ঠান নাম প্রকাশ না করে গাজার জন্য অতিরিক্ত ৩ লাখ ৫ হাজার মার্কিন ডলার অনুদানের ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, গত মাসেও নরওয়ে এফএ ঘোষণা দিয়েছিল যে তারা ফিলিস্তিনি বেসামরিক মানুষদের সহায়তা করবে। প্রেসিডেন্ট ক্লাভেনেস তখন ফিফাকে আহ্বান জানিয়েছিলেন, ইসরায়েল কীভাবে সামরিক অভিযান চালিয়েও বাছাইপর্বে খেলছে—তা তদন্ত করার জন্য।
নরওয়ে এর আগেও গাজায় শিশুদের জন্য ফুটবল প্রকল্প চালু করেছে এবং শরণার্থী শিবির ও বিদ্যালয়গুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা শুরু করেছে।
বর্তমানে নরওয়ে গ্রুপ–‘আই’তে শীর্ষে রয়েছে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে ইতালি (৪ ম্যাচে ৯ পয়েন্ট) এবং তৃতীয় স্থানে আছে ইসরায়েল (৫ ম্যাচে ৯ পয়েন্ট)। ১৯৯৮ সালের পর এই প্রথম নরওয়ের সামনে বিশ্বকাপ খেলার বড় সুযোগ এসেছে।
এমএইচএম