ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠে জুভেন্টাসের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
ঘরের মাঠে জুভেন্টাসের হার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ঘরের মাঠে বেনফিকার বিপক্ষে ২-১ গোলে হেরেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। ম্যাচের শুরুতেই এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি জুভরা।

ম্যাচের শুরুতেই জুভেন্টাসকে উড়ন্ত সূচনা এনে দেন এরেক মিলিক। মাত্র চার মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। লিয়ান্দ্রো পারেদেসের ফ্রি-কিকে হেডে দূরের পোস্টে বল জালে জড়ান মিলিক। ঘরের মাঠে এমন উড়ন্ত সূচনার পর তাদের হার প্রত্যাশা করতে পারেনি কেউই। পুরো প্রথমার্ধ নিজেদের আধিপত্য বজায় রেখেই খেলেছে জুভেন্টাস। তবে এই ম্যাচে ভাগ্য সহায় ছিল তাদের।

পুরো ম্যাচে দারুণ কিছু গোলের সুযোগ তৈরি করেছিল জুভেন্টাস। তবে শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি। এছাড়া ডুসান ভ্লাহোভিচের গোলটি অফ-সাইড না হলেও সমতায় মাঠ ছাড়তে পারতো জুভেন্টাস।

প্রথমার্ধে১-০ গোলের লিড নিয়ে বিরতিতে জুভেন্টাস। দ্বিতীয়ার্ধের ৪৩ মিনিটেই জোয়াও মারিও সমতায় ফেরায় বেনফিকাকে। পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি এই ফুটবলার। ৫৫ মিনিটেই নারেস ক্যাম্পসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বেনফিকা।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ম্যাচেই হেরে বসলো জুভেন্টাস। পরের রাউন্ডে উঠতে হলে আগামী ম্যাচেই ঘুরে দাঁড়াতে হবে তুরিনের ওল্ড লেডিদের।

বাংলাদেশ সময়: ০৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।