লিওনেল মেসি মাঠে নামবেন, গোল করবেন, রেকর্ড গড়বেন; এই যেন নিয়তি। চ্যাম্পিয়ন্স লিগে সেটা আরও বেশি।
ম্যাকাবি খাইফার বিপক্ষে খেলতে নেমেছিলেন বুধবার রাতে। নেমে একটি গোল করেছেন, অ্যাসিস্টও। তাতে রেকর্ডও গড়েছেন কয়েকটি। ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে এখন সবচেয়ে বেশি ভিন্ন দলের বিপক্ষে গোল করার কীর্তি মেসির।
৩৯টি আলাদা দলের বিপক্ষে ইউরোপ সেরার মঞ্চে গোল করেছেন তিনি। এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারছেন না রোনালদো। তার দল ম্যানচেস্টার ইউনাইটেড খেলছে ইউরোপা লিগে। মেসির রেকর্ড তাই এই মৌসুমে ভাঙছে না, অনেকটাই নিশ্চিত।
এছাড়া আরও একটি কীর্তিতেও শুধু মেসিই আছেন। ম্যাকাবির বিপক্ষে গোল করে টানা ১৮ মৌসুম চ্যাম্পিয়ন্স লিগে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। এই রেকর্ডেও আর্জেন্টাইন তারকাই প্রথম।
বাংলাদেশ সময় : ১১০২, সেপ্টেম্বর ১৫, ২০২২
এমএইচবি