বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই পর্বে খেলছে বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে যুবারা।
কাতারের বিপক্ষে জয় তুলে নিতে আত্মবিশ্বাসী বিজন বড়ুয়া বলেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছি আমাদের দল যে কোনও অঘটন ঘটাবে। আমরা বাহরাইনকে রুখে দিয়েছি। আগামী ম্যাচে আমাদের কঠিন প্রতিপক্ষ কাতারের বিপক্ষে খেলা এই ম্যাচেও আমরা ভালো কিছু করতে চাই। ’
‘আমাদের ছেলেদের কাতারকে হারানোর অ্যাবিলিটি আছে। তাদের খেলা সুন্দর, পাসিং সুন্দর। আমি ছেলেদের আগেও বলেছি যে আমরা যদি পদ্মা সেতু করতে পারি তাহলে বাহরাইন-কাতরকে হারাতে পারবো না কেন?’
ম্যানেজারের মত প্রত্যয়ী সুর তানভীর হোসেনের কণ্ঠেও। দলের এই অধিনায়ক বলেন, ‘এখন পর্যন্ত আমরা নিজেদের প্রত্যাশানুযায়ী খেলতে পেরেছি। বাহরাইনের বিপক্ষে আমরা ড্র করেছি। ভুটানের বিপক্ষে জয় নিয়ে তিন পয়েন্ট পেয়েছি। আগামী ম্যাচেও আমরা ভালো কিছুই চাই। আমরা এই বিষয়ে আত্মবিশ্বাসী। ’
আগামী ম্যাচ বাংলাদেশের জন্য খুব কঠিন একটি ম্যাচ হতে চলেছে বলে মনে করেন তানভীর। তিনি বলেন, ‘আমি মনে কাতারের বিপক্ষের ম্যাচটি আমাদের জন্য এই টুর্নামেন্টে সবচেয়ে কঠিন ম্যাচ হতে চলেছে। তবে আমরা প্রস্তুত। ’
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এআর/আরইউ