ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভুটানকে হালকাভাবে দেখার সুযোগ নেই: ছোটন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
ভুটানকে হালকাভাবে দেখার সুযোগ নেই: ছোটন

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ের পর ফুরফুরে মেজাজে আছেন সাবিনা খাতুনরা।

আগামী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।  

আগামীকাল নেপালের দশরথ স্টেডিয়ামে দুপুর ১টা ১৫ মিনিটে ভুটানের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ। ভুটানকে হালকা ভাবে দেখার কোনও সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন।  

ভুটান নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই সেমিফাইনালে উঠেছে বলে জানিয়েছেন ছোটন। তিনি বলেন, কোনো দলকেই এখানে ছোট করে দেখার সুযোগ নেই। ভুটান নিজেদের প্রমাণ করেই সেমিফাইনালে উঠেছে। তাদের বিপক্ষে পুরো শক্তি দিয়েই আমরা খেলবো। আমি বিশ্বাস করি এই ম্যাচে জয় লাভ করার মত আমাদের সক্ষমতা আছে। ’

‘আমরা তিনটা ম্যাচ ভালো খেলে এখানে এসেছি। এখন আমাদের লক্ষ্য আরও একটা ম্যাচ ভালো খেলা। এই ম্যাচে ভালো খেলে আমরা ফাইনালে উঠতে চাই। আমরা সব সময়ই প্রতিপক্ষকে সম্মান করি। ’

ফাইনালে উঠতে আত্মবিশ্বাসী দলের অধিনায়ক সাবিনা খাতুনও। তিনি বলেন, ‘আমরা নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী। আগামী ম্যাচে আমরা নিজেদের সেরাটাই খেলার চেষ্টা করবো। আশা করি আমরা জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করতে পারবো। দলের সকলেই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। ভুটানের বিপক্ষে আমরা সতর্ক তারা ভালো দল। নিজেদের খেলাটা খেলেই সেমিফাইনালে উঠেছে। ’

এই ম্যাচে ব্যক্তিগত ভাবে কোনও লক্ষ্য আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব ম্যাচেই আমার লক্ষ্য দলের জন্য ভালো কিছু করার। ব্যক্তিগতভাবে ভালো করতে হবে এমন কিছু ভাবি না। দলের যেটাতে ভালো হবে সেটাই আমি করতে চাই। গোল করার লক্ষ্য তো থাকেই। আগামী ম্যাচেও চাইবো ভালো কিছু করতে। ’

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।