দ্বিতীয়বারের মত সাফের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবারের আসরে এখন পর্যন্ত প্রতিটি দলের বিপক্ষেই দাপুটে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন সাবিনারা।
জয়ের পর সকল কৃতিত্ব কোচ গোলাম রব্বানী ছোটনকে দিয়েছেন দলের অধিনায়ক সাবিনা খাতুন। তিনি বলেন, ‘আমি এই জয়ের সব কৃতিত্ব স্যারকে দেব। মহিলা ফুটবলের শুরু থেকে উনি আছেন। উনার অক্লান্ত পরিশ্রমের ফল উনি পাচ্ছেন। ’
২০১৬ সালের পর এই প্রথম ফাইনালে উঠলো বাংলাদেশ। এবার শিরোপা জয়ে প্রত্যয়ী সাবিনা। ‘এবার আমরা একটা স্বপ্ন নিয়ে এসেছি। চেয়েছি দেশকে ভালো কিছু উপহার দেব আমরা। নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছি। ’
ভুটান বড় ব্যাবধানে হারলেও তাদের খেলায় উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সাবিনা। তিনি বলেন, ‘ভুটান উন্নতি করেছে। যদি তাদের খেলা দেখেন, ওরা গোল খেয়েছে। কিন্তু ওদের খেলায় উন্নতি হয়েছে। নেপালের সঙ্গে চেষ্টা করেছে। আজও চেষ্টা করেছে। বাংলাদেশের নারী ফুটবলেও উন্নতি হয়েছে এবং সেটার প্রমাণ আমরা মাঠে দিচ্ছি। ’
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
এআর/আরইউ